এই টিউনটি না দেখলে হারাতে পারেন আপনার প্রিয় মোবাইল নাম্বার টি

আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভালো.টেকটিউনসে এটা আমার প্রথম টিউন জানি না কেমন লাগবে?তারপরেও কিছুই না ভেবে আপনাদের জন্যই এই টিউনটি করলাম.টিউনটির হেডলাইন দেখে আপনারা হয়তো ভয় পেয়েছেন এটা সত্যি.আমাদের দেশের মোবাইল কম্পানি গুলো আপনার সিমের রেজিস্ট্রেশন করতে বলছে.কিন্তু সেইটা এখনো চালু করেনি.আর এর মধ্যে কিছু লোকজন আপনার প্রিয় নাম্বারটি হাতিয়ে নিতে নেওয়ার পরিকল্পনা করছে.এখন হয়তো আপনার মনে প্রশ্ন কিভাবে এটা সম্ভব?বাংলালিংক'জিপি'এয়ারটেল'ইতিমধ্যে চালু করে দিয়েছে সিমের অনলাইনে রেজিস্ট্রেশন আপডেট. আর এই আপডেট করার জন্য প্রয়োজন শুধুমাত্র একটা কোড.তাই বিভিন্ন ভাবে তারা এই কোডটি নিয়ে তাদের ডকুমেন্টস সহ আপডেট করে দিচ্ছে.এবং সিমটি তার নামে রেজিস্ট্রেশন করার 90% সুজোগ করে নিচ্ছে. এখন হয়তো ভাবছেন কিভাবে এটা বন্ধ করা জায়?আমিই বলে দিচ্ছি না হলে টিউন করলাম কেনো.সবথেকে ভালো হয় যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড সহ অনান্য ডকুমেন্টস দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করেন.আমি অনলাইনে রেজিস্ট্রেশন করার লিংক দিয়ে দিছি আপনি ওখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন. আর একটা কথা আপনার মোবাইলে যদি কোনো কোড আসে তাহলে কাউকে দিবেন না.তাহলেই আপনার প্রিয় সিম কার্ড হারাবেন না

Comments